লিখে_রাখি_করোনাকাল_৩৮

ভ্যাকসিন এলে পুনরায় ভিড় হবে
ছয় ফুটের দূরত্ব কমতে থাকবে
প্রেমিকা সংশয় ভুলে প্রেমিকের
ঠোটে দিবে গভীর চুম্বন।
ভ্যাকসিন এলে বাবা
মাথায় হাত বুলিয়ে দিবে, পুনরায়
মায়ের আঁচলে মুখ মুছবে সন্তান।
ভ্যাকসিন এলে দীর্ঘদিনের আড্ডা
পুনরায় ডাক দিবে, চায়ের কাপে
উঠবে কবিতার ঝড়।

ভ্যাকসিন এলে বাইরের পৃথিবী পুনরায়
সহনীয় হবে, দমবন্ধ ঘরের শ্বাস
অক্সিজেনে পরশে বিশুদ্ধ হবে।
ভ্যাকসিন এলে স্কুল ঘরের তেলাপোকা,
মাকড়ের জাল, ধুলো জমা বেঞ্চ
শিক্ষকের বেত পুনরায় জানান দিবে।
ভ্যাকসিন এলে সিনেমার হলে সরব
হবে নায়ক, খল নায়কের অন্ত
হলে পুনরায় হবে সত্যের জয়গান।

ভ্যাকসিন এলে মাস্ক ব্যবসায় আসবে
মন্দা, কেউ গাইবে না আর স্যানিটাইজারের
গুণগান। প্রাক্তন নায়িকার প্রচারের
ভিডিও দেখতে মানুষ আগ্রহ হারাবে।
ভ্যাকসিন এলে পুনরায় পৃথিবী স্বাভাবিক
হবে, রোদের উঠানে হাঁটবে শিশুর শৈশব।
ভ্যাকসিন এলে হাসপাতালে
কাতরাতে থাকা অসুখ মুক্তি পাবে।

ভ্যাকসিন এলে মানুষ বিজয়ী হবে।
বিজয়ের আনন্দে ভুলতে থাকবে
তাদের আত্মত্যাগ, লক্ষ লক্ষ কবরের
আত্মত্যাগ মানুষ ভুলতে থাকবে।
ভ্যাকসিন এলে মানুষ ফিরবে পুরানো অভ্যাসে
অবাদে বৃক্ষ নিধন, যুদ্ধের উন্মত্ত মাঠে
পুনরায় পুড়বে মানুষের লাশ। ভ্যাকসিন
এলে মানুষের হাঁটবে বিপরীত পথে।

3 thoughts on “লিখে_রাখি_করোনাকাল_৩৮

  1. ভ্যাকসিন এলে মানুষ বিজয়ী হবে।
    বিজয়ের আনন্দে ভুলতে থাকবে
    তাদের আত্মত্যাগ, লক্ষ লক্ষ কবরের
    আত্মত্যাগ মানুষ ভুলতে থাকবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ভ্যাকসিন এলে মাস্ক ব্যবসায় আসবে

    মন্দা, কেউ গাইবে না আর স্যানিটাইজারের

    গুণগান। 

    এক গবেষণায় দেখা গেছে ভ্যাক্সিন প্রয়োগ করার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাহলে ভ্যাক্সিন গ্রহণ করলে ভাল কী হবে, কবি?

    শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।