আকাশ কেন এত নীল হয় বল না
আমি যদি আকাশ হতে পারতাম
কেমন হতো বল না
তোমাকে নীল করে
রাখতাম বুকে ধরে
তুমি জান না, জান না।।
আকাশ তোমার জন্য নীল হয়
ঐ নীলাকাশ ছুঁয়ে ছুঁয়ে, ক্ষণে ক্ষণে
নির্মল নীলিমার সাগর হয়ে যাও তুমি অভিমানী মেয়ে
আকাশের মত বিষন্ন মুখটি তোমার
ভারী কালো মেঘ হয়ে কেন থাকে
তুমি বল না, বল না।।
পাহাড় কেন এত সুন্দর হয় বল না
আমি যদি পাহাড় ছুঁতে পারতাম
কেমন হত বল না
সবুজ পল্লব মায়াবী ছোঁয়ায়
মন তোমার হারিয়ে যেত
গুল্ম শাখা পাপড়িগুচ্ছ লতায়পাতায়
কেমন হত বল না, বল না
আকাশ কেন এত নীল হয় বল না, বল না।।
সাগর কেন এত গভীর হয় বল না
ঐ মেঘেরা তোমার বুকে থাকে কেন ভেসে
তুমি জল হলে
আমি স্রোতের শ্যাওলায় ঢেউয়ে ভেসে যেতাম দূর অজানায়
অনন্ত ভালবাসার গল্প করতাম দু’জনাই
দক্ষিণা হাওয়ায় অনন্ত প্রেমের স্বর্গীয়
সে সুর ভেসে আসে কোথা থেকে
বল না বল না
আকাশ কেন এত নীল হয় বল না বল না।।
লিখা আর প্রচ্ছদে … এককথায় ভীষণ নস্টালজিক হলাম প্রিয় কবি। শুভেচ্ছা।
ভালো লাগলো, দিদি।
শুভকামনা সবসময়।
পরিমার্জিততার সংমিশ্রণে নিপুণ নির্মাণ! ভালো লাগা অশেষ।