শাপ মুক্তির ক্ষণ গণনা

এ পৃথিবীতে এখনো রাত আসে
চাঁদহীন অলস অন্ধকার রাত।
মিথ্যা শ্লোকের কল্পকথায়,
বেঁচে রয় অভিশপ্ত প্রাণ।
তৃপ্তির ঢেঁকুর খুনির চোখে
দিয়ে পুনরায় আঘাত।
.
বিচার চাই, বিচার চাই
বিচার চেয়ে উঠে জেগে
তরুণ কণ্ঠ রব।
বিচার হীনতায় কেটে গ্যাছে
দেখতে দেখতে চার দশক।
.
সু(কু)শীল শোনায় মর্মবাণী-
ক্ষমাই সকল ধর্ম পরম
ক্ষমাশীলই মহান,
ক্ষমার মাঝেই লুকিয়ে থাকে
বীর সৈনিকের অম্লান।
.
তরুণ কন্ঠ দেয় যে জবাব-
ওরে বেকুব, নব্য রাজাকার
গাইস না আর সেই পুরনো গান,
“যেথায় হয়নি যুদ্ধ কভু
সেথায় আবার কিসের যুদ্ধাপরাধ,
ভারত দালালদের কারসাজি সবই
মারছে তারাই রুমী – আযাদ !”
.
কই গেলি দেখ তোরা
হায়েনার সন্তানের দল,
অভিশাপের বোঝা মাথায়
ঝুলছে তোদের বাপ।
যাদের তোরা সিংহ বলিস,
চায় কি করে শেষে তারা
রাষ্ট্রের কাছে মাপ।
.
যুদ্ধ চলছে, চলবে যুদ্ধ
কসাইখানার দেয়ালে আজো
যায় শোনা শহীদদের আর্তনাদ,
এ যুদ্ধ শেষ হবে না
না মুছে সব অভিশাপ।
.
যুদ্ধ চলছে, চলবে যুদ্ধ
তাকিয়ে যে বধ্যভূমির
একবস্তা অসহায় চোখ;
এ যুদ্ধ শেষ হবে না
যতদিন না ফিরে এই বাংলায়
রাজাকার মুক্ত স্বপ্নীল ভোর।

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

3 thoughts on “শাপ মুক্তির ক্ষণ গণনা

  1. এ যুদ্ধ শেষ হবে না …
    যতদিন না ফিরে এই বাংলায় রাজাকার মুক্ত স্বপ্নীল ভোর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।