রাতের বাতি নিভিয়ে দিয়ে যে আয়নায় মুখ দেখি
সেতো আমি নই, দেখি ঈশ্বরীর মুখোচ্ছবি,
কাঠঠোকরার ঠোঁট থেকে সুখ কেড়ে নিয়ে লিখি
উজ্জ্বল নাগরিক জীবনের মৃত্যু চিঠি।
আমাদের চারদিকে বেড়ে উঠছে শূন্যতা
বিষাদের ঢেউয়ে ভেসে যাচ্ছে সব অঙ্কুরিত সুখ,
জানালার কার্নিশে বসে যে পাখি গায় ভালোবাসার গান
সেকি ভালোবাসা বোঝে
বোঝে খয়েরী রোদের কষ্টগাঁথা?
কচি ডগার মতো উর্ধ্বাকাশে এবার হাতদুটো তোলো
নিষিদ্ধ আগুনে পুড়িয়ে দেবো সুগন্ধি লোবান
উপেক্ষার রাতে তুমুল আঁধারে পুড়ে যাচ্ছে যে মানবিক ঠোঁট
তার ছোঁয়াতেও রচিত হতে পারে আজ শিল্পিত পান্ডুলিপি।
.
৯ জানুয়ারী, ২০১৬
নিষিদ্ধ আগুনে পুড়িয়ে দেবো সুগন্ধি লোবান
উপেক্ষার রাতে তুমুল আঁধারে পুড়ে যাচ্ছে যে মানবিক ঠোঁট
তার ছোঁয়াতেও রচিত হতে পারে আজ শিল্পিত পান্ডুলিপি।
চমৎকার প্রকাশ। মুগ্ধতা অপরিসীম।
বেশ ভাবনাময় কবি