মিলন

আবার যে দিন দেখা হবে তোমার সাথে
কোনো জ্যোৎস্না শোভিত রাতের গভীরে
অথবা ভোরের দোয়েলের মিষ্টি গানে
হয়তো বা কৃতজ্ঞতা প্রকাশের সময়
যখন তুমি উড়বে বুনো শালিকের দলের সাথে
আমি উড়ব তোমার মিলন পাওয়ার আশায়
তোমার স্পর্শ পাওয়ার জন্য গুনবো প্রতীক্ষার প্রহর
গোলাপ ফুলের সৌরভে মুখরিত হব কখনো দুজন
না হয় কোনো মিছিলে অংশ নেবার সময়
তোমার মিলন পাওয়ার জন্য আমার দীর্ঘ প্রতীক্ষা।

কোন দোষে ছেড়ে গেলে আমায়
জানি তোমার কাছে কোনো জবাব নেই
কারণ তুমি তো ধ্বংস করতে জানো
জানোনা করতে বিনির্মাণ
তোমার স্পর্শ আমায় প্রাণের স্পন্দনে স্পন্দিত হয়
তোমার স্পর্শে আমি নতুনত্ব খুঁজে পায়
তাই তুমি আমার সাথে মিলন করতে চাওনা
আমি তোমার মিলন পাওয়ার আশায় দীর্ঘ প্রতীক্ষা।

রচনাকালঃ
১৩/১২/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “মিলন

  1. অভিমান ভরা লিখা। প্রত্যাশা পূরণ হোক কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. শুভকামনা রইল 

      ভালো থাকুন সদা প্রিয় পাঠক 

মন্তব্য প্রধান বন্ধ আছে।