কোন রাতের প্রতিমা দেখি রঙকরা!
পিচঢালা রাস্তার কোন ক্ষুধা নেই-
ঝাঁঝাল উত্তাপ- তবুও জানি উত্তেজনা নেই!
কারণ আঁধার বুঝে না- জ্বালা মানে না;
রজনীগন্ধার ঘ্রাণ দুহাতে নিতে চায়
অথচ প্রতিমাগুলো মাটির সাজান পুতুল
তিনবেলা খাদ্য নেই- চট ঝালা গায়ে
দিনের পর দিন ঘুমায় তাও কষ্ট নেই-
পূর্ণিমার রঙ বুঝে না, গ্লাসে রঙিন পানি চাই
মূল্য কম- সময়ে কোন দম! তাও নাকি নেই!
রাতের প্রতিমার জ্ঞান বিজ্ঞান নেই- দুনিয়া
দারিতে রঙ নেই- মৃত শোক তাও নাকি নেই।
২৭ পৌষ ১৪২৬, ১১ জানুয়ারি ২১
————————————-
অনিন্দ্য সুন্দর নিবেদন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
আজকের লিখাটি আমার জন্য বেশী কষ্টদায়ক হয়ে উঠেছে। বেশী সিরিয়াস হয়েছে।
জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
হুম খুব কষ্টের কথা লিখেছেন প্রিয় কবি
শুভকামনা রইল
জ্বি প্রিয় কবি অপূর্ব দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
চমৎকার লিখেছেন দাদা।
শুভকামনা থাকলো।
জ্বি প্রিয় কবি নিতাই দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-