এক একে এক

একের নামতা বারবার পড়লাম
রাশি রাশি ধনের সমাহার
যে আজন্ম বুভুক্ষু সেও পেতে পারে
এক থেকে অনন্য আহার।
আসলে সৃষ্টি আর প্রলয় একসুতে
গাঁথা দুটি মুক্তোর মালা
প্রমোদতরীতে যেজন প্রণয় খুঁজে
সে অর্থে সবাই প্রমোদবালা।
যেজন বুঝতে শিখেছে উচ্ছিষ্ট জীবন
তার কাছে রুপ-রস-গন্ধ অতল
দেখো.. একের নামতায় ছড়িয়ে আছে
কী… প্রেমময় এই ধরাতল!!

4 thoughts on “এক একে এক

  1. যেজন বুঝতে শিখেছে উচ্ছিষ্ট জীবন
    তার কাছে রুপ-রস-গন্ধ অতল
    দেখো.. একের নামতায় ছড়িয়ে আছে
    কী… প্রেমময় এই ধরাতল!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।