ঘুমহীন কেটে গেল সহস্র বছর
চোখের নিচে জমাট কালি
দীর্ঘ রাত্রি জাগা ছাপ,
গল্প বলে গল্প শোনায়
একাকী কাটানো শূন্যতায় ভরা
রাত গুলোর নিঃশাব্দিক অভিশাপ।
.
মিটার বিহীন রাত্রি জাগা
লিমিট অন লাভ,
চোখের গল্প চলে ইশারায়
হাতের মুঠোয় হাত…
2 thoughts on “লিমিট অন লাভ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি মি. রোমেল আজিজ।
সুন্দর প্রকাশ।