লিখে_রাখি_করোনাকাল_৪২

ঘিরে ফেলছে, এতদিন ভালো ছিলাম
ঘাতক দূরে রাখতে পেরেছিলাম
মনে হচ্ছে আর সম্ভব না, পালানোর সব পথে
দাঁড়িয়ে আছে অদৃশ্য ঘাতক।
পাশের ঘরের মুরুব্বী, চাচা সম্পর্কীয়
সব সতর্কতার পরেও আক্রান্ত।
সম্মুখের ঘরের উৎফুল্ল ভাবী
প্রাণ চাঞ্চল্যে ভরপুর, অদৃশ্য ঘাতক তাকেও
মায়া দেখায় নি।
নিরাপদ থাকার প্রচেষ্টা সংকুচিত হচ্ছে
অদৃশ্য ঘাতকের সাঁড়াশি আক্রমণে
ওষ্ঠাগত মানুষের প্রাণ।
এতদিন নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছিলাম
আর কি সম্ভব হবে! অষ্টবাহুর অক্টোপাস
সমস্ত শক্তি নিয়ে চেপে ধরছে।
অদৃশ্য শত্রু অতীব শক্তিশালী
শেষ পর্যন্ত তার পাঞ্জা থেকে হয়তো
বাঁচতে পারব না, তবু বিনা যুদ্ধে
জয়ী হতে দেব না, মানুষের মর্যাদা
সমুন্নত রাখতে শেষ শ্বাস পর্যন্ত হার মানবো না।

2 thoughts on “লিখে_রাখি_করোনাকাল_৪২

  1. অদৃশ্য শত্রু অতীব শক্তিশালী
    শেষ পর্যন্ত তার পাঞ্জা থেকে হয়তো
    বাঁচতে পারব না, তবু বিনা যুদ্ধে
    জয়ী হতে দেব না, মানুষের মর্যাদা
    সমুন্নত রাখতে শেষ শ্বাস পর্যন্ত হার মানবো না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।