অনুভবে তুমি

তুমি সূর্যোদয়ের ভোরের আলো
তোমায় বড্ডবেশি বাসিভালো
ঘাসের ডগায় শিশিরের স্নানে
স্নিগ্ধ গোলাপ তুমি ভেজা কেশে।
তোমার চোখে স্বপ্ন এঁকে শুরু হয় দিন
কল্পলোকে ভাসাই সাম্পান কূল হীন
কেটে যায় বেলা নিঃসঙ্গ দুপুর
বিকেলটা থাকে বেদনায় ভরপুর।
দূর দিগন্তে অন্ধকার নিয়ে আসে সন্ধ্যা
তুমি হীনা শূন্য গৃহ একেবারে বন্ধা
নিশুতিরাতে রাতজাগা পাখি ডাকে বনে
জেগে কাটাই নিশি কাঁদি একা মনে।
এমনি করে কেটে যায় দিবানিশি
দূর নক্ষত্রের মত তোমায় ভালোবাসি
না পাওয়া প্রেম বেঁচে আছে অনুভবে
গড়েছে মহল এক হৃদয়ের বন্দরে।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

5 thoughts on “অনুভবে তুমি

  1. না পাওয়া প্রেম বেঁচে আছে অনুভবে
    গড়েছে মহল এক হৃদয়ের বন্দরে।

    অসাধারন !

  2. কবিতাটি পড়লাম। একরাশ শুভেচ্ছা কবি এম. হুমায়ূন কবির। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।