মান্যবরেষুরা

DSC_1

মান্যবরেষুরা নমস্কার!
যদিও ঠিক এই খেয়োখেয়ির
অকাল মরা বিকেলে
আমার মত সহজিয়া
চুনোপুটির সম্ভাষণ বিশেষ
কাজে লাগবে না আপনাদের
জানেন আপনারা।

ছোটবেলায় শুনেছিলাম বয়স
বাড়লে মানুষ প্রাজ্ঞ হয়
ছোটবেলায় পড়েছিলাম বিদ্যা
দদাতি বিনয়ম্; ছোটবেলা
বড়বেলা আমাদের সব বেলা
বড় বেশি ভুলভাল
চোরাবালির ওপরে ব্যালেন্সের খেলা।

মান্যবরেষুরা আপনারা রাজা
আপনারা রানী, আপনারা
দণ্ড আর আমাদের এক রত্তি
মুণ্ডের অখণ্ড কর্তৃত্বধারী,
আপনাদের বালখিল্যপণা
যথেচ্ছ কাদা ছোঁড়াছুঁড়ি, ভয়াল
লোভের কঙ্কাল চোখ বুজে দেখি।

মাইক্রো ফ্যামিলি আসার পর থেকেই
আমরা মেরুদণ্ডী প্রাণীর শৌখিন
মর্যাদা হারিয়েছি হাত ফসকে
এখন আমরা টিভিতে নিরুত্তাপ
একের পর এক দেখে যাই
যৌথ পরিবারের ভুতুড়ে কেচ্ছা
আপনাদের পারস্পরিক গালাগালি।

মান্যবরেষুরা এ দল ও দল
চুকিতকিত খেলতে খেলতে
আপনারাও ভুলে যান
একদিন বদলের কথা বলেছিলেন
একদিন অজস্র স্বপ্নের রঙিন
ফানুস উড়িয়ে স্বপ্ন দেখিয়েছিলেন;
সব ফানুস পুড়ে এখন জমাট অন্ধকার।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

4 thoughts on “মান্যবরেষুরা

  1. মান্যবরেষুরা নমস্কার!

    একদিন অজস্র স্বপ্নের রঙিন
    ফানুস উড়িয়ে স্বপ্ন দেখিয়েছিলেন;
    সব ফানুস পুড়ে এখন জমাট অন্ধকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. এইভাবে  চলছে জীবন । ভুলে ভুলে জীবন পার। সমাজের বাস্তব চিত্র। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।