কাশফুলে বৃষ্টির ছোঁয়া

Screenyy

প্রকৃতির উষ্ণ ঠোঁটে এখন কাশফুল ঘ্রাণ
সাথে বৃষ্টি ভেজা অনুভূতি,
শ্রাবণ চলে গেছে
বৃষ্টি যায়নি …
এক আকাশ নিয়ে আমি ভীষণ খুশি,
যখন তখন মেঘ হয় আকাশে
মেঘ গলে ঝুম বৃষ্টি …
বৃষ্টির কোন বাঁধা ধরা নিয়ম নেই
ভিন্নভাবে কত রূপে বৃষ্টি হয়।

মনের আকাশে মেঘ জমলে দু’চোখে আমি ও ঝরাই বৃষ্টি…
অবাধ স্রোতের মতো
এ বৃষ্টি খুব অসাধারণ
আগুন বৃষ্টি কষ্ট দহনে …
মেঘ গলে যে বৃষ্টি হয় বলছি না …
সে বৃষ্টি অতি সাধারণ,
মনে হয় সাদা মেঘের ঠোঁট গলে বৃষ্টি ধরেছিল হয়তো…
কাশফুল এসেছে শুভ্রতার আঁচল উড়িয়ে স্বপ্নের শহরে
কাশফুল তোমাকে বলছি, তোমার চেনা শহরে আমি ভালো থাকব,
দুঃখ বিলাসী এই আমি
কষ্ট গুলো গায়ে মাখবো …
বৃষ্টি ভেজা অনুভব বাড়িয়ে দেয় শত বেদনা,
এখন আর বৃষ্টি এলে হাত বাড়াই না ….
মন ভিজিয়ে নিই ষোল আনা;
বৃষ্টি আমার ভীষণ প্রিয় !
বৃষ্টির সাথে এ আমার এক জন্মের সখ‍্যতা।

এক বৃষ্টিই পারে এক পৃথিবী সৌন্দর্য হতে
অপার্থিব পৃথিবীর সাদা ঠোঁটে বৃষ্টির ঢল নেমেছে,
এমন মুগ্ধ করা দৃশ্য আর কোথায় পাব ?
নৈঃশব্দ্য রাতে কাশফুলে বৃষ্টির কোলাহল —
গাঙচিলের খয়েরি ডানা খসে বৃষ্টির টুপটাপ শব্দ আছড়ে পড়ছে উত্তাল সমুদ্র বুকে,
এ এক অপূর্ব নান্দনিক সৌন্দর্যের দৃশ্য
শব্দহীন চেনা সুর ..!

রৌদ্র শুকোয় বৃষ্টির আঁচলে
আমার চোখে অন‍্য আকাশ ইচ্ছে ঘুড়ির নাটাই হাতে স্বপ্ন বোনে
অনুভবের ছড়া ছড়া কাশফুলের বৃষ্টির ঘ্রাণে …..!!

3 thoughts on “কাশফুলে বৃষ্টির ছোঁয়া

  1. যেন … গাঙচিলের খয়েরি ডানা খসে বৃষ্টির টুপটাপ শব্দ আছড়ে পড়ছে উত্তাল সমুদ্র বুকে, এ এক অপূর্ব নান্দনিক সৌন্দর্যের দৃশ্য
    শব্দহীন চেনা সুর ..! ___ চমৎকার কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।