স্ফুলিঙ্গ

2460594

প্লাবন এসেছে বলে চিৎকার করলো
কাঁধ থেকে নামিয়ে রাখলাম মৃতদেহ।
কেউ বলল মুখে জল দাও।
কেউ বলল চোখ বোজ।
শ্মশানে সাজানো কাঠের চিতা,
লক্ষকোটি স্ফুলিঙ্গের আহির ভৈরব।
প্রাচীন গুহায় আলোর রেখা যেদিন থেকে স্পষ্ট
সেদিন থেকেই ভিসুভিয়াস আগুন নদী।
সেদিন থেকেই পৃথিবী কক্ষচ্যুত।

3 thoughts on “স্ফুলিঙ্গ

  1. সেদিন থেকেই ভিসুভিয়াস আগুন নদী।
    সেদিন থেকেই পৃথিবী কক্ষচ্যুত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।