ধোয়ার মাঠ ফর্সা হবে

full-moon

একটা স্মৃতির প্রসাদ নেই-
সেখানে সাজানো ছিল প্রণয়!
অথচ খরগোশ, কচ্ছপের দৌড় গল্প,
নিঃশেষ হয়েছে- সরকার বাড়ি
ধূলিমাখা রাস্তার মোড়; তবুও বেঁচে
থাকার নিঃশ্বাস আকাশ ভাড়ি-
এতটুকু বাতাসের গন্ধ নেই।

কল্পনার কষ্টগুলো লজ্জাহীন
তবুও মেঘ বৃষ্টির অবকাশ চায় বেশ-
অথচ হিংসার উঠান- সরিষা ফুলের ঘ্রাণ,
শাালিকের নাচ অম্লান হয়েছে- প্রতিটি
চোখের ভাজে- তাতে কি একদিন ধোঁয়ার
মাঠ ফর্সা হবে, কৃষ্ণচূড়ার গন্ধে-
বর্ষ বরণ, এমন কি মুখরিত সেই পণে।

১১ মাঘ ১৪২৬, ২৫ জানুয়ারি ২১
———————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ধোয়ার মাঠ ফর্সা হবে

  1. কবিতায় ব্যবহৃত উপমা সমূহ আপনার লিখাকে করেছে মহিমান্বিত। গুড লাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।