তুমি এতো বড়াই করো কিভাবে?
যে কিনা ফজরের আযানের সুমধুর সুর শুনতে পায় না
কনকনে শীতের ভয়ে আয়েশি বিছানা ছেড়ে প্রভাতে রোদেল আলো দ্যাখে না
ধূমপান ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েও বারংবার প্রতিশ্রুতি ভঙ্গ করে…
একবার ভেবে দেখো তো…
তবে কিভাবে মিথ্যে ছেড়ে দিয়ে সত্যের সম্মুখে এসে দাঁড়াবে?
তবে তোমার এতো কিসের বড়াই?
মনে রেখো অহংকার আর মিথ্যে কখনোই স্থায়ী নয়…
তারচে ভালো এসো,
মানবিক হই, সত্যের করি বড়াই, বুকে হাত রেখে বলি আমি সত্যবাদী…
সত্য আবাহন …
তারচে ভালো এসো,
মানবিক হই, সত্যের করি বড়াই, বুকে হাত রেখে বলি আমি সত্যবাদী…
এক কথায় অসাধারণ
বহিঃপ্রকাশ করলেন প্রিয়
অমিয় সব শব্দের বাণীতে সিক্ত হলাম কবি দা
দারুণ লেখা কবি রুদ্র আমিন ভাই।