শোক

দিদি দিদি করে খোকার
কাটে সারাবেলা
কোনো কাজ দিলে খোকাকে
করে তাতে হেলা।

একদিন খোকা বলল আমায়
কোথায় গেছে দিদি
কান্না করে ভাসত বুক আসে না কেন
ওগো মা দিদি।

ভগ্ন কন্ঠে বললাম এটাই তোর দিদির করব
সোনার মতোন মেয়ে
চপল পায় চলতো সেজে গাঁয়ের
সুরু পথটি বেয়ে।

সোনার মুখখানি কবে আমার
গেল ছাড়িয়ে আমায়
দুঃখে আমার হিয়া কাঁদে কেন
জিজ্ঞেস করছিস আমায়?

খেলতে আমার সোনা মুখ
গাঁয়ের ছেলের সাথে
সদা করতে কাজ তোর দিদি খোকা
আমার হাতে হাতে।

যদি কখনো দিতাম বকা
কেঁদে ভাসত বুক
আজ যে নেই তোর দিদি খোকা
মনে নেই আমার সুখ।

রচনাকালঃ
২০/১২/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “শোক

  1. সহজে সরল সুন্দর একটি পদ্য পড়লাম। শুভেচ্ছা জানবেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।