কতদিন তোমাকে বলেছি, আকাশ তোমার বুকের ডিভানে
একটা স্বপ্ন আঁকো__
দুঃখের নির্যাস দিয়ে,
সে স্বপ্নের হৃদপিণ্ড ছুঁয়ে থাকব
আমি_
আমি…
শুধুই আমি!
কেন না আমিই___ আমি তো এক দুঃখ মানবী
সুখের নির্যাস ও থাকবে দুঃখের বিপরীতে__
ওটুকু কেবল তোমার ;
আমি চাইনা তুমি ও ঠিক আমার মতো, সারাক্ষণ ব্যথার নির্যাস ছুঁয়ে থাক …
আমি তোমাকে বড় বেশি ভালবাসি __
যদি তুমি আমাকেই ভালবাসো,
তাহলে প্রতিনিয়ত কেন বলছ আমি একা.
আমি তো তোমার সঙ্গেই আছি _
হ্যা, বিশ্বাস করো আমি সবই বুঝি__
তবু কেন যেন ভীষণ ভয় হয়
তোমাকে হারাবার ভয়__
সে জন্যই তোমাকে বলেছি,
একটা স্বপ্ন আঁকো …
স্বপ্নের সিঁড়ির ডিভানে গভীর শূন্যতায় আমি দাঁড়িয়ে থাকবো …
অনন্ত কাল, তোমার ফেরার অপেক্ষায়,
যদি তুমি কখনো আমার পথে পা রাখো!!
দুঃখের নির্যাস দিয়ে,
সে স্বপ্নের হৃদপিণ্ড ছুঁয়ে থাকব আমি_ আমি… শুধুই আমি!
খুব সুন্দর লাগলো প্রিয় ।