একে একে সুবেশী সুগন্ধি মানুষেরা আসছে, ঢুকছে বিশাল
কারুকাজ করা সিংহদরজার ঝলমলে উদরে
দেওয়ালের ওপারে পালক নরম সোফা, ইতস্ততঃ ঘুরে বেড়ানো অপর্যাপ্ত দামী খানাপিনা
এবং এক ঘূর্ণায়মান টেবিল সামনে রীতিমতো প্রটোকলদুরস্ত পোষাকের গম্ভীর
অর্থজন, তাঁর হাতে প্রাচীন কেতাদুরস্ত হাতুড়ি;
একে একে বিক্রি হবে নীতি, মূল্যবোধ, নিরাপত্তা, বিশ্বাস এবং এবং এবং
আস্ত এক জনগণমনতন্ত্রের বহুল বিজ্ঞাপন যুক্ত সারে জাঁহা সে আচ্ছা উপদ্বীপ
ভারতবর্ষ।
4 thoughts on “নীলাম”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দুর্দান্ত উপস্থাপন ।
আস্ত এক জনগণমনতন্ত্রের বহুল বিজ্ঞাপন :
সারে জাঁহা সে আচ্ছা উপদ্বীপ ভারতবর্ষ।
অতুলনীয় প্রকাশ
চমৎকার