একুশের রক্ত লেগে আছে
বাংলার পলাশ আর কৃষ্ণচূড়ায়,
লেগে আছে রাজপথে
আরো লেগে আছে দুঃখী মায়ের হৃদয়ে
একুশের আগমনে মনে জাগে সেই দিনের কথা
যে দিন আমার ভাইয়ের উপর পাকরা করছে
কত পাশবিক পৈশাচিকভাবে নির্যাতন
আজও মায়ের বুক কাঁদে
আমার ভাই সালাম জব্বার রফিক শফিকের জন্য
মা তো থালা দাঁড়িয়ে আছে
খোকা আসবে বলে সেই প্রতীক্ষায়
আজও প্রহর গুনছে এই বুঝি এলো খোকা
বার বার বলে, মা
কখনো আসবে খোকা
কখন আসবে।
বাংলায় ফাগুন মাস এলে আমার মা ও বোনের নয়নে অশ্রু ঝরে
বলে আবার বুঝি ওরা আমার ছেলের নির্যাতন করবে
সালাম জব্বার রফিক শফিক ভাইয়ের রক্তের দামে কেনা ভাষা,
আজ বিশ্ব মাতৃভাষার স্থান পেয়েছে
একুশের রক্ত বাঙালির স্বাধীনতার
জন্য ছিল একটা অনন্য দান।
সালাম জব্বার রফিক শফিকের জন্য
রয়েছে বাংলা ভাষার মান।
রচনাকালঃ
০৬/১২/২০২০
খুব সুন্দর অনুভূতির নিখুঁত কাব্য নির্মাণ,
শুভ কামনা নিরন্তর।
শুভকামনা রইল কবি
শুভকামনা
একুশের রক্ত বাঙালির স্বাধীনতার জন্য ছিল একটা অনন্য দান।
সালাম জব্বার রফিক শফিকের জন্য রয়েছে বাংলা ভাষার মান।
শুভকামনা রইল
শুভকামনা
ভালো লাগলো
শুভকামনা রইল প্রিয় কবি