রক্তে ভেজা একুশ

Capture-2020

একুশের রক্ত লেগে আছে
বাংলার পলাশ আর কৃষ্ণচূড়ায়,
লেগে আছে রাজপথে
আরো লেগে আছে দুঃখী মায়ের হৃদয়ে
একুশের আগমনে মনে জাগে সেই দিনের কথা
যে দিন আমার ভাইয়ের উপর পাকরা করছে
কত পাশবিক পৈশাচিকভাবে নির্যাতন
আজও মায়ের বুক কাঁদে
আমার ভাই সালাম জব্বার রফিক শফিকের জন্য
মা তো থালা দাঁড়িয়ে আছে
খোকা আসবে বলে সেই প্রতীক্ষায়
আজও প্রহর গুনছে এই বুঝি এলো খোকা
বার বার বলে, মা
কখনো আসবে খোকা
কখন আসবে।
বাংলায় ফাগুন মাস এলে আমার মা ও বোনের নয়নে অশ্রু ঝরে
বলে আবার বুঝি ওরা আমার ছেলের নির্যাতন করবে
সালাম জব্বার রফিক শফিক ভাইয়ের রক্তের দামে কেনা ভাষা,
আজ বিশ্ব মাতৃভাষার স্থান পেয়েছে
একুশের রক্ত বাঙালির স্বাধীনতার
জন্য ছিল একটা অনন্য দান।
সালাম জব্বার রফিক শফিকের জন্য
রয়েছে বাংলা ভাষার মান।

রচনাকালঃ
০৬/১২/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “রক্তে ভেজা একুশ

  1. খুব সুন্দর অনুভূতির নিখুঁত কাব্য নির্মাণ,
    শুভ কামনা নিরন্তর।

  2. একুশের রক্ত বাঙালির স্বাধীনতার জন্য ছিল একটা অনন্য দান।
    সালাম জব্বার রফিক শফিকের জন্য রয়েছে বাংলা ভাষার মান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।