অক্রোধ’ক্তি

raesplatnow

একটা বিষয় লক্ষ্য করলাম
আমরা এক জাতি অপর জাতি কে আদর
সমাদর কদর করলেও –
বিখ্যাত বাংলা প্রবাদের মত একটা কথা চরম সত্য যে-
“এক ফকিরে আরেক ফকির কে সহ্য করে না”
আসলেই…
দেখুন না-
আমাদের এখন স্বজাতি বিদ্বেষ –
এক ডাক্তার আরেক ডাক্তার কে দেখতে পারেনা। এক ইঞ্জিনিয়ার আরেক ইঞ্জিনিয়ার কে সহ্য করে না। এক মোল্লা আরেক মোল্লার পেছনে লেগে থাকে।এক মাষ্টার আরেক মাষ্টার বদনামি করে চলে।
ইদানীং
আরেক টি বিষয় লক্ষ্য করছি
এক কবি আরেক কবিরে চরম ঘৃণা করে।
আরে দূর! ও কি বোঝে কবিতার?
কবিতা কি এত সহজ?
অথবা
এক উপন্যাসিক আরেক ঔপন্যাসিকের সাথে কথা বলতেও হীনম্মন্যতায় ভোগে।
এবং কি
পৃথিবীর সবচেয়ে সস্তা জায়গা এই ফেসবুকেও
চলে মারাত্মক হিংসা, হানাহানি…

স্রষ্টা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন আর নানান বর্ণে নানার গোত্রে নানান জাতিতে বিভক্ত করেছেন, কারণ টাও বলে তিনি বলে দিয়েছেন। তিনি (আল্লাহ) বলেছেন আমরা যাতে একে অপরকে সহজে চিনতে পারি, জানতে পারি, একে অপরের প্রয়োজনে কাজে লাগতে পারি। ধরুন আমরা যদি সবাই ভার্সিটির শিক্ষক হয়ে যাই তাহলে ভার্সিটি নির্মাণ করার ইঞ্জিনিয়ার, শ্রমিক, কে হবে? অথবা যদি সবাই কবি হয়ে যাই তাহলে অন্যান্য সাহিত্য কে ধরে রাখবে? অথবা কে হবে পাঠক?

সবাই যদি কোটিপতি হয়ে যাই তাহলে ধনী হবার মধ্যে কোন আনন্দ থাকবে কি? কিংবা সবাই যদি প্রাইভেট কারের মালিক হয়ে যাই তাহলে পাবলিক ট্রান্সপোর্ট এর কি হবে? সবাই ডাক্তার হলে রুগী কে হবেন? অথবা সবাই রুগী হয়ে গেলে ডাক্তার কই পাবো।? আবার পৃথিবীর সবাই এক ধর্মে এক বর্ণের হয়ে গেলে ধর্ম বলতে কিছু থাকতো কি?

অর্থাৎ আমরা নানান জাত নানান ধর্মের নানান পেশার না হলে আমাদের একে অপর কে কখনোই মূল্যায়ন করার প্রয়োজন মনে করতাম না, ডাক্তার মাষ্টার চিনতো না। মাষ্টার ইঞ্জিনিয়ার এর দরকার বোধ করতো না। রিক্সাওয়ালা অটোওয়ালা না থাকলে পাব্লিকের হাল গুরুগাড়ি হয়ে যেতো।
এভাবে প্রত্যেকেই প্রত্যেকের জন্য প্রয়োজন। সবাই সবার তরে।
কিন্তু
বিজ্ঞের এই দুনিয়ায়
অ বিজ্ঞের কথা কার কানে যায়?

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “অক্রোধ’ক্তি

  1. এভাবে প্রত্যেকেই প্রত্যেকের জন্য প্রয়োজন। সবাই সবার তরে।
    নিরন্তর থাক আমাদের প্রিয় ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।