তোমাকে আমার ভালো লাগে; তারচেয়েও বেশি সঠিক “ভালোবাসি”
ভালোবাসি, তবে তোমাকে তা বলা হবে না কোনো দিনও
ভালোবাসি বলেই সম্মোহিত করে ছিনিয়ে নিতে চাই না।
যার গোলাপ ভালো লাগে সে তো গোলাপকে ছিঁড়ে নিয়ে যায়
যে গোলাপ ভালোবাসে সে তো গোলাপের গাছে পানি ঝরিয়ে দেয়
ভালোবাসি বলেই আবেগি হয়ে কাতর হয়ে পাগল হয়ে
তোমাকে ছিনিয়ে নেয়ার অভিপ্রায় দেখাতে চাই না।
যখন তোমার হৃদয়ে, এ হৃদয়ের টান অনুভব করবে
এ ভালোবাসার টান অনুভব করবে
তখন না হয় নিজ থেকেই ছুটে এসো আমার কাছে
যেমন গোলাপের পাপড়িগুলো
আর সব গাছের পাতা নিজে থেকে ছুটে যায় বসন্ত বাতাসে;
বসন্তের টানে বসন্তের কাছে।
আমিও একদিন বসন্ত হবো
একে একে গৃষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত পেরিয়ে
আমিও একদিন বসন্ত হবো
শুধু তোমারই জন্য
আমিও একদিন বসন্ত হবো।
2 thoughts on “আমিও একদিন বসন্ত হবো”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালোবাসি, তবে তোমাকে তা বলা হবে না কোনো দিনও
ভালোবাসি বলেই সম্মোহিত করে ছিনিয়ে নিতে চাই না। ___ চমৎকার প্রকাশ।
চমৎকার ভাবনা