বসন্ত কবিতা

15180

হাঁটতে- হাঁটতে উপলব্ধি করলাম
সেই বসন্ত হাওয়া দোলে- দোলে গেলো-
কিছুতেই আলিঙ্গন করতে পারলাম না!
দুঃখটা ওখানেই- সেতো এতটুকু বুঝল না-
ফিরেও তাকাল না, উড়া বসন্তের আকাশ;
এখন চলতে- চলতে বসন্ত একটু হাসে উঠে

মুচকি হাসের আড়ালে দাঁত ঝিলিক মারে
এই না হলো বসন্ত জুড়ে চোরা বাতাস;
অনূভবে খেলা করা সোনালি দুপুর লাবণ্য
ধূলিমাখা ক্ষণ, হাঁপানির মত শ্বাস- ঘাম ঝরার
মত মেঘলা বৃষ্টি বসন্ত তুমি কেমন করে আসো
যাও- অন্তরটা ধুক ধুক করে গড়েছো বসন্ত কবিতা।

২৭ মাঘ ১৪২৬, ১০ ফেব্রুয়ারি ২১
———————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “বসন্ত কবিতা

  1. ধূলিমাখা ক্ষণ, হাঁপানির মত শ্বাস- ঘাম ঝরার
    মত মেঘলা বৃষ্টি বসন্ত তুমি কেমন করে আসো
    যাও- অন্তরটা ধুক ধুক করে গড়েছো বসন্ত কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।