কে তুমি?

দৃপ্ত পায়ে যাচ্ছো কোথায়
একটু দাঁড়াও ভাই,
কে তুমি?
কথাটির জবাব দিয়ে যাও।
শোন তাহলে –
কে আমি
শুদ্ধ আমি, শান্ত আমি
ভ্রান্ত আমি নয়।

বেলি আমি, টগর আমি
ফুুলের রাণী নয়।

পদ্মা আমি, মেঘনা আমি
গঙ্গা আমি নয়।

তাঁরা আমি, জোনাকি আমি
আঁধার আমি নয়।

আকাশ আমি, বাতাস আমি
পাতাল আমি নয়।

দোয়েল আমি, কোকিল আমি
কাক আমি নয়।

কামার আমি, কুমার আমি
ভিখারি আমি নয়।

দূরান্ত আমি, চলন্ত আমি
স্থীর আমি নয়।

সিরাজ আমি,মুজিব আমি
জাফর মোশতাক নয়।

রচনাকালঃ
২৭/০৬/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

8 thoughts on “কে তুমি?

  1. কবিতার উপমা অসাধারণ ভাবে চিত্রায়ণ হয়েছে মনে হলো। অভিনন্দন কবি অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।