খোদা তোমায় নিয়ে গদ্য লিখতেছে
তুমি বিজ্ঞাপন হইয়া উঠতেছ
যেকোনো দুপুরে, যেকোনো সন্ধের দিকে
এমন ভাবে মুখোমুখি হয়ে উঠেছ
তোমায় চিনে ফেলবে লোকমুখ
মসৃণ কুয়াশার হরিণীঝোপে জোনাকি,
গৃহদালানের জানালা রেখার ওপাশে
রাত্রির দুহাত, হালটের জ্যোৎস্নাসম্প্রদায়
কবিতার অভ্যাসেও জড়ায়ে যাচ্ছ
আমি পাঠ করছি নীরবে, প্রয়োজনে-
মর্মরিত কোলাহল ভেসে আসার আগে
অদূরে ন্যাড়া ডালপাতার মতো তাকাই
মধুর তিক্ততা ভালোবেসে-ক্ষত ধুয়ে!
.
৬ ফেব্রুয়ারি ২০২১। ঢাকা।
খুব সুন্দর ভাবনা কবি দা
খুব সুন্দর অনুভূতির নিখুঁত কাব্য নির্মাণ,
আরও একটি সুন্দর কবিতায় প্রাণঢালা ভালোবাসা প্রিয় কবি মি. টিপু সুলতান।
অসাধারণ একটা কবিতা
শুভকামনা রইল
ভালো লাগলো
ভালোই লিখেছেন তবে বেশ ভারি ভারি কথা…