দৃপ্ত পায়ে যাচ্ছো কোথায়
একটু দাঁড়াও ভাই,
কে তুমি?
কথাটির জবাব দিয়ে যাও।
শোন তাহলে –
কে আমি
শুদ্ধ আমি, শান্ত আমি
ভ্রান্ত আমি নয়।
বেলি আমি, টগর আমি
ফুুলের রাণী নয়।
পদ্মা আমি, মেঘনা আমি
গঙ্গা আমি নয়।
তাঁরা আমি, জোনাকি আমি
আঁধার আমি নয়।
আকাশ আমি, বাতাস আমি
পাতাল আমি নয়।
দোয়েল আমি, কোকিল আমি
কাক আমি নয়।
কামার আমি, কুমার আমি
ভিখারি আমি নয়।
দূরান্ত আমি, চলন্ত আমি
স্থীর আমি নয়।
সিরাজ আমি,মুজিব আমি
জাফর মোশতাক নয়।
রচনাকালঃ
২৭/০৬/২০২০
কবিতার উপমা অসাধারণ ভাবে চিত্রায়ণ হয়েছে মনে হলো। অভিনন্দন কবি অপূর্ব।
দারুণ মন্তব্য করেছেন
শুভকামনা রইল প্রিয় কবি
অনন্য , ছুঁয়ে গেল মন।
শুভকামনা রইল প্রিয় কবি
চমৎকার অনুভব কবি
শুভকামনা রইল
শেষের চরণদ্বয় দারুণ হয়েছে…
দারুণ মন্তব্য
শুভকামনা রইল প্রিয় কবি