পাপ!
বাপরে বাপ! এ-তো এক অভিশাপ!
পাপে হয় সাজা, পায়না তো মাপ!
পাপ!
যেন বিষাক্ত কালসাপ! সীমা ছাড়ালে পাপ!
সাজা হবেই হবে, যদিও হয় পাপের বাপ!
পাপ!
কেউ পায়নি মাপ, যদিও হয় বাপের বাপ!
পাপে ক্ষমা বুঝে-না, তাই করেনা মাপ!
9 thoughts on “পাপ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
পাপ!
কেউ পায়নি মাফ, যদিও হয় বাপের বাপ!
পাপে ক্ষমা বুঝে-না, তাই করেনা মাফ!
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা। আর আপনার ভালোবাসায়-ই কিন্তু আমার যতো লেখালেখি। তবে বর্তমান সময়টা আমার জন্য খুবই করুণ! তাই ব্লগে বেশি সময় দিতে পারছি না। এরজন্য মনে কিছু করবেন না, প্লিজ!
নিরাপদ সময়ে ফিরে আসুন এমন প্রত্যাশা রাখি।

অমিয় সুপ্রভ শব্দের সমাহারে সাজিয়েছেন লেখা।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।
খুব ভালো লাগল পড়ে কবিতা খানি
শুভকামনা রইল
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
বেশ মজার ছড়া কবি নিতাই দা
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি লিটন দাদা।