ভালোবাসা দিবসে আমি তাকেই দিবো ফুল,
যে-জন ভালোবাসার মূল্য দিতে না করে ভুল!
ভুল করে যদি দিই ভালোবাসার পবিত্র ফুল,
তাহলেই হবে ভুল, দিতে হবে ভুলের মাশুল!
ভালোবাসা দিবসে ফুল দিবো বাবা ও মাকে,
যাদের উছিলায় আমি দেখেছি এই জগতটাকে।
ভালোবাসার ফুল দিবো শ্রদ্ধেয় গুরু জনকে,
ফুলে ফুলে ভরে দিবো স্রষ্টার এই জগতটাকে।
ফুল দিবো স্ত্রী-সন্তান ও ভাই-বোনদের হাতে,
যেন ভালোবাসার দিবসটি স্বার্থক হয় তাতে।
ভালোবাসা নয়তো শুধু ১৪ই ফেব্রুয়ারিতে,
ভালোবাসা বেঁচে থাকুক প্রতিদিন প্রতি মুহূর্তে।
.
আমার সকল ফেসবুক বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
অনেক ভালবাসা রইল
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা।
ভালোবাসা নয়তো শুধু ১৪ই ফেব্রুয়ারিতে,
ভালোবাসা বেঁচে থাকুক প্রতিদিন প্রতি মুহূর্তে।
নিরন্তর শুভকামনা প্রিয় শব্দ শিল্পী মি. নিতাই বাবু।
এটাই আমার কামনা-বাসনা, দাদা। সকলের জন্য আগামী দিনগুলো শুভ হোক, এই কামনা করি।
বসন্তের শুভেচ্ছা । একদম সুন্দর
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা জানবেন।