ঠাঁই

আমার মাথা গোঁজানো ঠাঁই নেই,
থাকতাম ঐ পথের ধারে দাঁড়িয়ে থাকা
শিমুল গাছের নিচে বসে।
জন্মের পর আমার কাছে কেউ নেই
আমার সব তো ছিল ঐ শিমুল গাছ খানি
হঠাৎ এক ঝড় এসে আমার মাথা গোঁজানোর ঠাঁই
টুকুও অনায়াসে কেড়ে আমার ঠাঁই টুকু।
জীবনের সর্বস্ব দিয়ে আঁকড়িয়ে ছিলাম তাকে
জানি না কেন বিধাতা এরূপ করে আমার সাথে
সাত জন্মে আমার কেউ নেই ,
সত্যি আমার কেউ নেই।
যা ছিল তা কাল বৈশাখী ঝড় সব নিয়েছে কেঁড়ে।
আমার সদা দুঃখ আর দুঃখ
সমাজে জীবনে বিরুদ্ধে জীবন
সুখের বিরুদ্ধে সুখ
আমার ঠাই আজ যাযাবরের স্বর্গরাজ্যের মতো।

রচনাকালঃ
১৩/০২/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “ঠাঁই

  1. কবিতায় বিরহের সুর। ভালো থাকুন ভালোবাসা দিনে প্রিয় কবি অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।