আয়না

বিধ্বস্ত আয়নায় প্রতিচ্ছবি
দেখে নিজেকে চিনতে পারছি না
আয়নার ওপারে যে মুখ
আমি নই, তবে মায়া জাগ্রত হচ্ছে।

এমন পরাজিত মুখাবয়ব জীবনে
অবলোকন করিনি। চোখে হতাশার
দীঘি। জীবনের ঘাটে পরাভূত,
জীবনের ভারে মুষড়ে পড়েছে।

বইবার ক্ষমতা তার ফুরিয়েছে,
শুধু শোয়ে থাকা বাকী।
আয়না বিধ্বস্ত নয়, বিধ্বস্ত
আমি, দীর্ঘ ঘুমের আগে …

জীবনের অসারতা যাচাই করতে
ক্ষণিকের আয়না বিলাস।

2 thoughts on “আয়না

  1. আয়না বিধ্বস্ত নয়, বিধ্বস্ত আমি, দীর্ঘ ঘুমের আগে …

    জীবনের অসারতা যাচাই করতে
    ক্ষণিকের আয়না বিলাস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।