ফাগুন বেলা

ফাগুন বেলা

এমন এক পলাশ রাঙা পথে
ফাগুন এলো আগুন রঙা রথে
কুয়াশা এসে ভিজিয়ে দিলো ধুয়ে…..

আজও নাকি তেমনই এক দিন
উঠবে রেঙে যা কিছু রঙহীন
আমিই শুধু আমায় আছি ছুঁয়ে…..

আমার মন উদাসের দিনে
সুখের দামে দুঃখগুলো কিনে
কষছি হিসাব সেই পুরনো খাতা …

রক্ত মাখা আলভোলা এক ক্ষণে
মেঘ জমছে মনের কোণে কোণে
বানভাসি তাই দু চোখেরই পাতা..

নতুন ভাবে ভাবতে হবে আবার
নতুন খেলা ভাঙা কিংবা গড়ার
ফিরছে পাখি দিনের শেষে নীড়ে …

অনেক দিনের স্বপ্ন ছিল যত
লুকিয়ে রাখি শতছিন্ন ক্ষত
বাঁধন আমার কবেই গেছে ছিঁড়ে…

13 thoughts on “ফাগুন বেলা

  1. উঠবে রেঙে যা কিছু রঙহীন
    আমিই শুধু আমায় আছি ছুঁয়ে।

    মাত্রা বুঝিনা; সম্ভবত এমন কবিতাকে ত্রিমাত্রিক কবিতা বলে। কি জানি !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. মাত্রাজ্ঞান আমারও কম প্রিয় বন্ধু। ত্রিমাত্রিক বলতে থ্রী ডি নয় কিন্তু। শুভেচ্ছা আপনাকে। :)

  2. ছিন্ন বাঁধন মন আকাশকে ঘিরে;
    স্বপন কেন বাঁধন হারা নীড়ে!
    জীবনটাকে করতে সুমধুর;
    একলা পথে যাইতে হবে দূর!…

    ফিরতে হবে সাঁঝের বেলা নীড়ে;

    কী লাভ হবে আত্মার বাঁধন ছিড়ে!….

     

    . . … … কবিতা সুন্দর হয়েছে।

  3. আপনার লেখা কবিতা পাঠে বরাবরের মতো এবারও মুগ্ধ! শুভেচ্ছা অভিনন্দ রিয়া দিদি। আশা করি ভালো থাকবেন ।

  4. অনেক দিনের স্বপ্ন ছিল যত

    লুকিয়ে রাখি শতচ্ছিন্ন ক্ষত

    বাধন আমার কবেই গেছে ছিড়…..

    চমৎকার প্রকাশ রিয়া দি'ভাই। ফাগুন বেলা ….. ফাগুনের মতোই হয়েছে কবিতা টা। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. ছন্দে দোলায় মন ভরে গেল।

    কাব্য ভাবনা অসাধারণ।

    শুভেচ্ছা রইল সবসময়।

    জয়গুরু।

মন্তব্য প্রধান বন্ধ আছে।