পথের গান

যদি না পাও খুঁজে
আমি যে পথে চলিতাম
জানবে তুমি, আমি গিয়াছি সরে
জানবে হৃদয় খোলা রেখে
আমি শত মাইল দূরে হারালাম।

শত মাইল, শত মাইল, শত মাইল
শত শত মাইল দূর হতে সৌরভে
তুমি এই পথে গাওয়া গান শুনতে পাবে
শত মাইল দূর হতে আমাকে শুনতে পাবে।

প্রভু আমি এক, প্রভু আমি দুই
প্রভু আমি তিন, প্রভু আমি চার
প্রভু আমি পাঁচ শত মাইল দূরে
হারায়ে গিয়াছি অজানার ভীড়ে।

ঠিকানা হতে দূরে, ঠিকনা হতে দূরে
অজানার ভীড়ে,
প্রভু আমি পাঁচ শত মাইল দূরে
প্রভু আমি হাজারো মাইল দূরে!

নাই কোন বস্ত্র পরনে
নাই অর্থকরী আপন নামে
আমি ফিরব কিভাবে একমূখী পথে!
একমূখী পথে,
একমূখী পথে,
প্রভু, একমূখী এই পথে
যায় না ফিরা আপন নামের ঘাটে।
আপন নামের ঘাটে,
আপন জানা ঘাটে
আপন মানা ঘাটে,
কিছুটা কালের পরে
পাবে না খুঁজে কেউ আপনাকে এই তল্লাটে।

যদি না পাও খুঁজে
আমি যে পথে চলিতাম
জানবে আমি গিয়াছি সরে
শত শত মাইল দূর হতে তবু, সৌরভে
তুমি এই পথে গাওয়া গান শুনতে পাবে।

4 thoughts on “পথের গান

  1. প্রভু আমি এক, প্রভু আমি দুই
    প্রভু আমি তিন, প্রভু আমি চার
    প্রভু আমি পাঁচ শত মাইল দূরে
    হারায়ে গিয়াছি অজানার ভীড়ে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. @ ফয়জুল মাহী

    কষ্ট কেন? যেতেতো হবেই।
    এই যে কবিতা লিখি, গান গাই
    হয়ত কিছু দিন থেকে যাবে।
    কেউ কান পাতলে চলে পাওয়ার পরেও
    শুনতে পাবে সেই গান, সেই কবিতা….

  3. @মুরব্বী

    যদি না পাও খুঁজে
    আমি যে পথে চলিতাম
    জানবে আমি গিয়াছি সরে
    শত শত মাইল দূর হতে তবু, সৌরভে
    তুমি এই পথে গাওয়া গান শুনতে পাবে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।