আহা কি যে সুখ

বলেছিলো, কোন এক দেশ হলে হবে,
আমরা বললাম, বাংলাদেশটা লাগবে!
নিজ ভুমে পান্তাপুটি লুটিপুটি খাব
আপনার হাতে শাসনের স্বাদ নিব
চাষী কি শ্রমিক নাই কোন দুখ
হৃদয়ে বাংলার টান , আহা কি যে সুখ!

হৃদয় আমার ছাড়খার- খানখান
ধর্ম না জাতি নিব- টানাটানি উপাখ্যান
আজীবন ধর্ম আর বাংলা ভালোবাসি
তবে কেন দুইটাতে এত রেষারেষি?
ধার্মিক নাকি বাঙালি নাই কোন দুখ
হৃদয়ে ন্যায়ের টান, আহা কি যে সুখ!

একথা কেউ শুনছে নাকি একথা শুনবে
কাব্য চর্চা করে শেষে ধর্মটা হারাবে!
গজে উঠা গোড়াদের শুনি হাঁকডাক
শিল্পের টুঁটি চেপে কয়- চুপ থাক
ধর্ম কি শিল্প, অপসংস্কৃতি দূর হোক
হৃদয়ে আলোর টান, আহা কি যে সুখ!

কোথা থেকে গান আসে, কোথা থেকে সুর
কোন দুঃখ উৎসে জন্মে, যায় বহুদূর
আমি তাহা জানি নাকো, গাথি কথামালা
শব্দ-ভাস্কর্যে প্রাণ হয় যে উতলা
হাসি কি অশ্রুধারা, না বুঝি প্রিয় মুখ
ধর্ম শিল্পে মানুষ খুঁজি, আাহা কি যে সুখ!

6 thoughts on “আহা কি যে সুখ

  1. "হাসি কি অশ্রুধারা, না দেখি কারোর মুখ
    ধর্ম শিল্পে মানুষ খুঁজি, আহা কি যে সুখ!"

    __ এই লিখা গুলোন কি আপনার প্রকাশিতব্য গ্রন্থতে যুক্ত করেছেন কবি? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. না। 

    বই এবার প্রকাশ করব না। 

    মনে হচ্ছে কিছু ভালো লেখা হচ্ছে। 

    আর একবছর অপেক্ষা করব। 

    খোঁজ খবর নেয়ার জন্য অনেক ধন্যবাদ।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।