কষ্টের জীবন

জীবনের শুরু অকস্মাৎ নহে
বাবা মার দীর্ঘ পরিকল্পনা পর,
হয় একটি জীবনের শুরু,
সকলের কাম্য সুখ,
দুঃখ নহে কাম্য কারো।

জীবনে সবাই তো সুখী হতে চাই,
কিন্তুু বিধাতা যার ললাটে রাখেনি সুখ,
সে কেমনে পাবে তার নাগাল,
কখনো আসবে না তার কাছে সুখ।

সত্যি দরিদ্র ঘরে জন্ম নিলে
সকলকেই আজন্ম সুখের জন্য বিপ্লব করতে হয়।
বিপ্লবের পরও সকলের ললাটে আসে না সুখ
সত্যি দুঃখ যার কাছে আছে,
সুখ কখনো তার কাছে আসবে না।
সুখ ও দুঃখ একে অপরের বিপরীত,
দুই বোন যেমন এক স্বামীর ঘর করতে পারে না
তেমনি সুখ ও দুঃখ একসাথে কারো কাছে আসতে পারে না।

দুঃখ আর দুঃখ দিয়ে জর্জরিত একটি জীবন,
সেখানে সুখের লেশমাত্র নেই,
সারাজীবন শুধু কষ্ট আর কষ্ট,
কষ্টের বিনিময়ে অর্জিত হয় সুখ,
কিন্তুু দুঃখের কি মানব জীবনে শেষ নেই।

রচনাকালঃ
২২/০২/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “কষ্টের জীবন

  1. সকলকেই আজন্ম সুখের জন্য বিপ্লব করতে হয়। ___ এখানে পূর্ণ সত্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।