নিজের তালগাছটাকে বড় করে ভাবি
ছোট সরিষা ভাবি না- অন্যের লিচু গাছ
রস খেতে ভালবাসি, থুথু ফেলা জায়গা
বুঝি না কারণ মুখের ভীতর থুথু আছে বলে
শিষ্টাচার দেখি না- গাছের পাতা যতই
ঝরুক না কেনো? আমি স্বচ্ছ, কোন ভুল নাই।
ভাবি না! একদিন তালগাছ ভেঙ্গে পরবে-
অন্যেরটা ভেঙ্গে যাওয়া চেয়ে চেয়ে দেখি
কারণ মরণ হলে তো বুঝবো না, আমি মরে গেছি-
এসো সময়ের ঠোঁটে চুম্বন দেই তাহলেই!
বোধশক্তি জাগ্রত হবে- ভাবনার গায়ে ভাবি-
সততার ঘাসফুলে এসো চুম্বন দেই।
১৮ ফাল্গুন ১৪২৬, ০৩ মার্চ ২১
————————————-
ভীষণ মনোগ্রাহী লেখা।
অশেষ ধন্যবাদ জানাই কবি মহী দা
ভাল ও সুস্থ থাকাবেন—–
মরণ হলে তো বুঝবো না, আমি মরে গেছি-
এসো সময়ের ঠোঁটে চুম্বন দেই তাহলেই!
এক্সিলেন্ট ক্রিয়েশন।
অশেষ ধন্যবাদ মুরুব্বী দা
দারুণ
অশেষ ধন্যবাদ কবি ইসিয়াক দা
চমৎকার লিখছেন, দাদা। ভালো লাগলো।
অশেষ ধন্যবাদ জানাই কবি নিতাই দা