চুম্বন দেই

images (1)

নিজের তালগাছটাকে বড় করে ভাবি
ছোট সরিষা ভাবি না- অন্যের লিচু গাছ
রস খেতে ভালবাসি, থুথু ফেলা জায়গা
বুঝি না কারণ মুখের ভীতর থুথু আছে বলে
শিষ্টাচার দেখি না- গাছের পাতা যতই
ঝরুক না কেনো? আমি স্বচ্ছ, কোন ভুল নাই।

ভাবি না! একদিন তালগাছ ভেঙ্গে পরবে-
অন্যেরটা ভেঙ্গে যাওয়া চেয়ে চেয়ে দেখি
কারণ মরণ হলে তো বুঝবো না, আমি মরে গেছি-
এসো সময়ের ঠোঁটে চুম্বন দেই তাহলেই!
বোধশক্তি জাগ্রত হবে- ভাবনার গায়ে ভাবি-
সততার ঘাসফুলে এসো চুম্বন দেই।

১৮ ফাল্গুন ১৪২৬, ০৩ মার্চ ২১
————————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “চুম্বন দেই

    1. অশেষ ধন্যবাদ জানাই কবি মহী দা
      ভাল ও সুস্থ থাকাবেন—–

  1. মরণ হলে তো বুঝবো না, আমি মরে গেছি-
    এসো সময়ের ঠোঁটে চুম্বন দেই তাহলেই!

    এক্সিলেন্ট ক্রিয়েশন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. চমৎকার লিখছেন, দাদা। ভালো লাগলো। 

     

    শুভেচ্ছা জানবেন।

    1. অশেষ ধন্যবাদ জানাই কবি নিতাই দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।