লাফাচ্ছে চরছে – লাফাচ্ছে চরছে
এক ঝাঁক নীল ঘোড়া
শুয়োরের খোঁয়ারে।
ঝকঝকে কথা ওড়ে জমজম হাটিয়া
চকচকে কেশরের গর্বিত রাজঘোড়া
বন থেকে এসেছে।
শেয়ালের লোভী চোখে প্রকাশ্য নীলামে
এক দুই তিন ডাকে কানে তালা লাগছে,
শুরু থেকে চড়া দর।
কালো কালো শরীরের ধমনীতে নীল রং
শুয়োরের পটি মেখে এ ওকে দুষছে,
দাপাদাপি অবিরাম।
কে কত ঘোড়া পেলে রাজত্ব থাকবে
কেন্দ্রে বা পরিধিতে মাসলের জোর কার,
হিসেব টা চলছে।
খোঁয়ারের বাইরে যতসব ভ্যাগাবন্ড
খড়িওঠা চামড়ায় লাইভ শুনে যায়,
নীলাম জিন্দাবাদ।
বেশ এক ভাবনার প্রকাশ কবি দা
অনবদ্য লেখা।
সুন্দর কবিতা উপহার। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
চমৎকার লিখছেন দাদা। সত্যি ভালো লাগলো।
চমৎকার লিখছেন, দাদা। ভালো লাগলো।