জীর্ণ-শীর্ণ চিন্তা

FB_I

কবিতার মরণ হয়েছে
আইন নামক জালে পড়ে
শহীদ, কিশোর, মুশতাক,
সবই আজ এক একটা মরা কবিতা।

আকাশখানি আজ মেঘে ঢাকা
বিজলী চমকায় ভয়ংকর
অভিমান গুমোট বাঁধে,
প্রতিশ্রুতি ভাঙ্গে বারংবার।

দুঃখ-কষ্ট মেঘ হয়ে বৃষ্টি ঝরায় অঝোরে
গুমের ভয়ে চুপ থাকে হাজার কবি।
তবুও মন শীতল অনুভূতির ছোঁয়ায়,
মিথ্যা অভিনয়ে করে আবৃত্তি।

শকুন উঠে উপর আকাশে
নিচে নামে না ভয়ে
অত্যাচারিত কবিতার দেহ পচন ধরে বাতাসে
মুশতাকের পরে লাশ হবে অন্য কোনো লেখকের।

০৫-০৩-২০২১।

3 thoughts on “জীর্ণ-শীর্ণ চিন্তা

  1. গদ্য পরিবেশনার পাশাপাশি আপনার কবিতার স্বরূপও বেশ খানিকটা স্বতন্ত্র।
    ভালো লাগা জানিয়ে রাখলাম মি. ফয়জুল মহী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।