ছায়া

Img_00668

কান্দে কান্দে কান্দে গাছের পাতা
জানল না মন পুষির ব্যথা
ঝরে ঝরে ঝরে যমুনার জল
বুঝল না বালুচর জাগার ছল
মাটির উপর ফুটে ঘাসফুল
গন্ধে করে আকুল;
তবুও আকাশে মেঘ কুয়াশা
অঝোর বৃষ্টিতে ধরে কে ছাতা।

রাতদুপুর কষ্ট ভাসে
ভাসে নানান রঙের কায়া-
চাঁদের হাসি তার জগত ফাঁকি
ঝলছে উঠে তারা
দুহাতে করে কে দোয়া
সজলচোখে মায়া
জগতসংসার তেমনী থাকে
গাছের নাই ছায়া।

২১ ফাল্গুন ১৪২৬, ০৬ মার্চ ২১
———————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ছায়া

  1. আমাদের জীবনের গল্প কবিতায় উঠে এসেছে। শুভেচ্ছা সহ অভিনন্দন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি মুরুব্বী দা প্রেরণা পেলাম 

      ধন্যবাদ ভাল থাকবেন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।