একদিন কল্পনায় আমি হেঁটেছি কত দূর তার সাথে,
ছুঁয়েছি চুড়ির রেশ হয়ে তারই হাত সারাটি পথ ধরে।
হঠাৎ হাওয়ার মতো আমিও দুলে দিয়েছি এক গোছা চুল তার,
নীল আচলে আমি দিয়েছি তারে বসন্তে ঝরা কত ফুল।
অপলক আমিই দেখেছি তারে চোখের খুব কাছে,
একদিন কেবলই কল্পনায় আমি পেয়েছি তারে ভালোবেসে।।
.
০৫/০৩/২০২১
ছবিঃ গুগল থেকে
4 thoughts on “কল্পনায় একদিন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
লিখা এবং লিখায় ব্যবহৃত প্রচ্ছদ আমার কাছে অসাধারণ লেখেছে প্রিয় কবি।
চমৎকার ।
শুভ কামনা অহর্নিশ।
বেশ অনুভূতি কবি দা
কল্পনা শক্তি পৃথিবীকে শাসন করে ”
নেপোলিয়ন বোনাপার্ট
আপনার কল্পনা আপনার প্রেমকে জয় করুক। জয়প্রেম।