প্রেমজ কথা

হ্যালো, এইযে শুনছেন
ইদানিং আমিও আপনাকে লুকিয়ে চুপিয়ে দেখি
ইনিয়ে – বিনিয়ে কথা বলার সমূহ চেষ্টাও করি
বেহুশ ঘুমের সময় স্বপ্নেও আসেন প্রায়ই
কথা হয়
হাতে হাত রাখি
চুমু খাই
নাগরদোলায় চড়ি;
আপনার যা রূপ!
মাশাআল্লাহ্! হুর – পরীও ফেল মারবে নিশ্চিত।
মাইরি বলছি
আমার ভালোবাসায় খাদ নেই কোন
হ্যালো শুনছেন
আমি শুধু আপনাকেই ভালো ভালোবাসি।

2 thoughts on “প্রেমজ কথা

  1. অসামান্য কথোপকথন। অভিনন্দন প্রিয় কবি মোকসেদুল ইসলাম। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।