নদী

নদীর লোভে এতদূর এলাম
এতো দেখি ঘিঞ্জি গলি
মানুষের মাথায় মানুষের পা
এখানে নদী কই!

আমি ফিরে যাবো ভেবে
তোমার ছলছলানো চোখে
দেখলাম প্রবাহিত নদী
এই নদী কিভাবে এড়াই!

2 thoughts on “নদী

  1. পরিচ্ছন্ন চেতনার স্বদেশ ভাবনা। শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2.  খুবই ভালো লাগলো। ۔۔শুভেচ্ছা রাশি রাশি

মন্তব্য প্রধান বন্ধ আছে।