মনে হয় তুমিই এলে

95314

প্রচণ্ড গরমের বিরক্তিকর দুপুরে
প্রাণ যখন হাঁসফাঁস করে
তখন হঠাৎ স্নিগ্ধ বাতাসের আগমন হলে
মনে হয় তুমিই এলে।

খরায় যখন মাটি ফেটে চৌচির
ফসল মারা যাচ্ছে জলের অভাবে
তখন হঠাৎ ঝুম ঝুম বৃষ্টি হলে
মনে হয় তুমিই এলে।

ঘুটঘুটে অন্ধকার রাতে
চাঁদ যখন মেঘের আড়ালে লুকিয়ে থাকে
হঠাৎ পৃথিবীর পানে উঁকি দিলে
মনে হয় তুমিই এলে।

তপ্ত মরুভূমিতে দিকভ্রষ্ট
তৃষ্ণায় প্রাণ যায় যায় অবস্থা
হঠাৎ জলভর্তি কুয়োর খোঁজ পেলে
মনে হয় তুমিই এলে।

গহীন সমুদ্রে নৌকাডুবি
কাঠের টুকরো ধরে মৃত্যুর অপেক্ষা
হঠাৎ দ্বীপের দেখা পেলে
মনে হয় তুমিই এলে।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

3 thoughts on “মনে হয় তুমিই এলে

  1. অসামান্য কাব্য ভাবনা। আপনার কল্পনা শক্তিকে সম্মান জানালাম প্রিয় মহাশয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।