বিদায় জানাবো

3439333

একদিন
সবাইকে বিদায় জানাবো,
সে বিদায় হবে
হয়তো অনিচ্ছাকৃত বিদায়,
তবুও আমি জানাবো।

যারা হেয় করে হাসে
যারা হিংসার দৃষ্টিতে কলুষিত করে
যারা ছোট করতে উঠে পড়ে লাগে,
যারা অন্যের কাছে নিচু করতে ব্যস্ত থাকে,
আমি তাদের খুশি করবো,
খুব শীঘ্রই আমি তাদের জয়ী করবো।

জীবন মরুভূমিতে হাঁটতে হাঁটতে
খুব তৃষ্ণার্ত, সে তৃষ্ণা নিয়ে
এক ফোঁটা জলের নেশায় হোঁচট খেয়ে
বারংবার পড়ছি লুটিয়ে।

দুর্বল পথিক, বেসম্ভব মাতাল পরাজয়ে
এই দুর্বলতার সুযোগে
যারা রেখেছে তাদের হাসিতে,
দু’চার পয়সা করুণার বিনিময়ে
যারা কাছে টানে,
আমি তাদেরও মুক্তি দিবো, বিদায় জানাবো।

খুব শীঘ্রই
জীবন খেলার সমাপ্তিতে
তোমাকে জিতিয়ে
আমি সবাইকে বিদায় জানাবো।

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

2 thoughts on “বিদায় জানাবো

  1. লিখাটি পড়লাম। সুন্দর করে লিখেছেন কথাটাকে আমি বিশ্বাস করতে চাই কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।