আজ আকাশ মিশে যাক জমিনে
ধুলো ধুসরিত হোক আমার সব কামনা,
ফুলের গন্ধে এলার্জি হোক
ভেঙে চুরমার হোক মনের আশিয়ানা।
আজ সমুদ্রও পিপাসিত হোক
বৃষ্টি পড়ুক অন্য শহরে,
বিষ হোক আরোগ্যর ওষুধ
দমকল ভিড় জমাক বুকের ধারে।
আজ গাছেরা অক্সিজেন গ্রহণ করুক
হঠাৎ থেমে যাক নদীর জল,
পাহাড় আজ নতজানু হয়ে যাক
দলছুট পাখিরা খুঁজে পাক দল।
আজ লুডুর গুটি এলোমেলো করে
শেষের শুরু হোক।
কবিতার ভাব বোধনে মুগ্ধ হলাম প্রিয় কবি মহাশয়।
অনন্য প্রকাশ। মন ছুঁয়া নিরুপমা শব্দের আলিঙ্গন I