নতুন ভোর

coff

আজ আকাশ মিশে যাক জমিনে
ধুলো ধুসরিত হোক আমার সব কামনা,
ফুলের গন্ধে এলার্জি হোক
ভেঙে চুরমার হোক মনের আশিয়ানা।

আজ সমুদ্রও পিপাসিত হোক
বৃষ্টি পড়ুক অন্য শহরে,
বিষ হোক আরোগ্যর ওষুধ
দমকল ভিড় জমাক বুকের ধারে।

আজ গাছেরা অক্সিজেন গ্রহণ করুক
হঠাৎ থেমে যাক নদীর জল,
পাহাড় আজ নতজানু হয়ে যাক
দলছুট পাখিরা খুঁজে পাক দল।

আজ লুডুর গুটি এলোমেলো করে
শেষের শুরু হোক।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

2 thoughts on “নতুন ভোর

  1. কবিতার ভাব বোধনে মুগ্ধ হলাম প্রিয় কবি মহাশয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনন্য প্রকাশ। মন ছুঁয়া নিরুপমা শব্দের আলিঙ্গন I

মন্তব্য প্রধান বন্ধ আছে।