মেট্রোপলিটন স্নানও
ছাড়াতে পারেনা জঙ্গুলে ঘ্রাণ,
হয়ে আছি জংলা মানুষ,
নাগরিক হওয়াই হলোনা।
বহু চেষ্টাতেও আয়ত্বে
এলোনা ঠোঁটটেপা হাসি,
বহুচর্চায় নেভাতে পারিনি অভিমানী আগুন।
হৃদয়পিণ্ড পিস পিস কেটে আংটি পরেছি দশ আঙুলে।
মেট্রোপলিটন স্নানও
ছাড়াতে পারেনা জঙ্গুলে ঘ্রাণ,
হয়ে আছি জংলা মানুষ,
নাগরিক হওয়াই হলোনা।
বহু চেষ্টাতেও আয়ত্বে
এলোনা ঠোঁটটেপা হাসি,
বহুচর্চায় নেভাতে পারিনি অভিমানী আগুন।
হৃদয়পিণ্ড পিস পিস কেটে আংটি পরেছি দশ আঙুলে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আপনার কবিতার ভাব বোধ আমার কাছে সব সময়ই আদরণীয়। শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। নিরাপদে থাকা চাই।
অসাধারণ অনুভূতি
চমৎকার।