যুগের মালী

কর্কট ক্রান্তি মকর ক্রান্তি ছাড়িয়ে
উত্তর থেকে দক্ষিণ মেরু, বিষুব রেখা পেরিয়ে
অশান্ত ঝড় বইছে পৃথিবী জুড়ে
লক্ষ জনের অশ্রু ঝরিয়ে বিষাদের সুরে।

এটম নাপাম নিউক্লিয়ার হাইড্রোজেন বোমা
শান্তি সোহাগ রাখবে না জমা।
পাল্লা ধরেছে সকলে খেলবে মরণ খেলা
বসে না যেন বকুল তলে বসন্ত মেলা।

মা কাঁদে, শিশু কাঁদে, কাঁদে ধরণী,
অথৈ জলে ডুবে কাঁদে শান্তির তরণী।
শান্তির বাণী বন্দি করেছে সভা সম্মেলন
আর তাপানকুল ঘরে।
স্কাড রকেট ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র ছুড়ে বক্ষের পরে
ভিয়েতনাম আফগানিস্তান ইরাক ইরান আর লিবিয়ায়
খেলিছে ধ্বংসের খেলা।

যেন ফাল্গুনে বয়েছে কাল বৈশাখীর তাণ্ডবলীলা
ক্ষমতার দ্বন্দ্বে এনেছে লাঞ্ছনা
গঞ্জনা ক্ষুধা মৃত্যু যন্ত্রণা,
নিভেছে বাসনা প্রদীপ এবং প্রতিবাদের মন্ত্রণা।
সর্বগ্রাসী পিপাসায় শুষ্ক হলো পুষ্প বিতান
কোথায় সে যুগের মালী রাখে তার খতিয়ান।

3 thoughts on “যুগের মালী

  1. নিভেছে বাসনা প্রদীপ এবং প্রতিবাদের মন্ত্রণা।
    সর্বগ্রাসী পিপাসায় শুষ্ক হলো পুষ্প বিতান
    কোথায় সে যুগের মালী রাখে তার খতিয়ান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  2. একটি খালিদ উমর অনন্য রচনা। পাঠে মুগ্ধ হলাম। 

    শুভ কামনা আপনার জন্য।  

  3. খুবই ভালো লাগলো 
    সত্যি মনোমুগ্ধকর উপস্থাপন 

মন্তব্য প্রধান বন্ধ আছে।