তোমার জন্য (পর্ব ২)

তুমি চাইলে আমি কার্তিকের শিশির দূর্বাঘাসের ওপরে পড়ব
কোনোদিন তার হেরফের হবে না।
তুমি চাইলে আমি নজরুল সুকান্তের বিদ্রোহী হব,
লড়ব সদা অন্যায় অবিচারের বিরুদ্ধে।
তুমি চাইলে আমি বায়ু হয়ে চলব তোমার পাশে পাশে,
কোনোদিন বিরক্ত বোধ করব না।
তুমি চাইলে আমি বৃক্ষের শাখে ফুল হয়ে ঝরব
কোনো দিন মনে কষ্ট নেব না।
তুমি চাইলে আমি ঐ গগনে চন্দ্র তারা এনে দিতে পারি,
কোনো দিন বলব না তা আানা দূর্লভ।
তুমি চাইলে আমি পাতাল থেকে রত্ন তুলে আনতে পারি,
কোনোদিন বলব না তা পাওয়া দুষ্প্রাপ্য।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “তোমার জন্য (পর্ব ২)

    1. অতুলনীয় মন্তব্য। 

      শুভকামনা রইল 

  1. কবিতাটি পড়লাম। প্রাণঢালা শুভেচ্ছা প্রিয় কবি অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।