ঘড়ির মতো চলো

টিক টিক করে চলে ঘড়ি বড়ো সচল থাকে
সময় বলে ঘণ্টায় ঘণ্টায় টুং টাং করে ডাকে;
ক’জন বোঝে তার মানেটা বোঝে জ্ঞানীলোকে
ঘড়ির মনে নেই গো মায়া কাঁদে না যে শোকে।

জীবনঘড়ি থামে যদিও কাঁটা কই তার থামে ?
ক্লান্তি নেই তার দিনে-রাতে শ্রমে নাহি ঘামে;
ঘড়ির কাছে শিখতে পারি সদাই কর্ম করো
প্ররিশ্রমী হও সকলে জীবন তেমন গড়ো।

প্রতিদিনই সূর্য যেমন উঠে আকাশ বুকে
ঝড় বাদলে কখনো কি উদয়ন তার রুখে?
সময়ের কাজ সময়ে যে করে সে রয় ভালো
ছাত্রাবস্থায় যে মন লাগায় হৃদে জ্বলে আলো।

ঘুমিয়ে যে থাকে সদা কপাল তার যে মন্দ
অবিরাম শ্রম ভরিয়ে দেয় জীবনে সুখ ছন্দ;
সময় মত এগিয়ে যাও সত্যপথটি ধরে
নিয়মনীতি মেনে চললে জীবনে সুখ ভরে।

একবার তবে সময় গেলে ফিরে নাকো কভু
ঝড়ঝাপটা যতই আসুক চলতে হবে তবু;
ঘড়ি যেন সেই কথাটি বারে বারে বলে
তবেই জেনো মানবজীবন ভরে খুশির ঢলে।

2 thoughts on “ঘড়ির মতো চলো

  1. সময় মত এগিয়ে যাও সত্যপথটি ধরে
    নিয়মনীতি মেনে চললে জীবনে সুখ ভরে।

    ___ এখানেই সত্য সরল বাণী। শুভেচ্ছা প্রিয় কবি মি. সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।