অবহেলার পাহাড়চূড়ায়
নীরব বসে একলাহুতুম
পান করে যায় ভ্রান্তিবিলাস,
বিকেল আজ কি মনমৌজি?
একটু হলেই এদিক ওদিক
বাজ পড়বে জ্ঞানের মাথায়
সুতো খুবই পাতলা এখন
পার হবে কি কালসন্ধ্যে?
অবহেলার পাহাড়চূড়ায়
নীরব বসে একলাহুতুম
পান করে যায় ভ্রান্তিবিলাস,
বিকেল আজ কি মনমৌজি?
একটু হলেই এদিক ওদিক
বাজ পড়বে জ্ঞানের মাথায়
সুতো খুবই পাতলা এখন
পার হবে কি কালসন্ধ্যে?
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শক্তিশালী লিখা নিঃসন্দেহে।
শুধু এখন নয়; সব সময়েই ভালো থাকা চাই প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। শুভেচ্ছা।