কিছু স্বপ্ন মনের ভেতর গুমোট বেঁধে আছে –
শহর থেকে একটু দূরের সেই নদীটার পারে দাঁড়িয়ে
তোমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকবো।
নৌকা দিয়ে নদীর ওই পারে যাওয়ার সময়
যখন নৌকার দুলুনিতে তুমি ভয় পাবে, তখন-
তোমার হাতটা ধরে বলবো ‘ভালোবাসি তোমাকে।’
বাড়ির উঠোনে একটা লাল গোলাপের গাছ লাগাবো
রোজ জল দিয়ে, সার দিয়ে অপেক্ষা করবো ফুল ফোটার
অনেক অপেক্ষার পর যেদিন রক্তরাঙা ফুল ফুটবে
তোমার খোঁপায় গুজে দিয়ে বলবো, ‘ভালোবাসি তোমাকে’।
কত রাত কাটিয়েছ আমাকে কাছে না পাওয়ার বিরহে
যেদিন তুমি আমার হয়ে আমার বিছানার শোভা বাড়াবে
আমার বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস নেবে
তোমার মাথায় হাত বুলিয়ে বলবো, ভালোবাসি তোমাকে।
আমার সাথে অজানা কোন পথে, অলিতে গলিতে
অকারণেই ঘুরে বেড়ানোর তোমার বড় সাধ
পাহাড়ি নির্জন রাস্তায় তোমার সাথে হাঁটবো
পাখিদের কিচিরমিচি’র ভিড়ে, তোমায় দিকে চেয়ে-
আমিও চিৎকার করে বলবো, ভালোবাসি তোমাকে।
অনেক স্বপ্ন মনের ভেতর গুমোট বেঁধে আছে
যেদিন স্বপ্নগুলো বাঁধ ভেঙে স্বাধীন হবে
চারপাশের সবকিছুতে একটা প্রতিধ্বনি বাজবে
ভালোবাসি তোমাকে… ভালোবাসি তোমাকেই।
যেদিন স্বপ্নগুলো বাঁধ ভেঙে স্বাধীন হবে
চারপাশের সবকিছুতে একটা প্রতিধ্বনি বাজবে
ভালোবাসি তোমাকে… ভালোবাসি তোমাকেই।
মনোমুগ্ধকর শাব্দিক যোগে অতুল্য লিখনী।
আহা ভালোবাসা!
দারুণ। শুভকামনা।