একটা মিছিল হবে রাজপথে আবার
দাবি নিয়ে মানুষের অধিকার
ভাতের অধিকার ;কথা বলার অধিকার
নিরাপদে চলার,বেঁচে থাকার অধিকার।
একটা মিছিল হবে রাজপথে আবার
যে মিছিলের অগ্রভাগে থাকবে
সালাম বরকত রফিক জব্বার
একটা মিছিল হবে রাজপথে আবার।
এ মিছিল নয় কোন ব্যক্তিস্বার্থের পয়গাম
এ মিছিল মানুষের অধিকারের সংগ্রাম।
আকাশ বাতাস প্রকম্পিত স্লোগানে
পিচ ঢালা পথ হবে রঞ্জিত শহীদের লালে
একটা মিছিল হবে রাজপথে আবার
বায়ান্নর চেতনা ফিরে আসবে বারবার।
সেই মিছিল ছড়িয়ে যাবে সবখানে
ছড়িয়ে যাবে মাঠে ঘাটে বন্দরে
নারী পুরুষ মুখরিত স্লোগানে
ছড়িয়ে যাবে টিভি মিডিয়া ফেসবুকে।
আকাশের নক্ষত্রগুলো অবাক চেয়ে রইবে
বেদনার রং মুছে দক্ষিণা মলয় বইবে
নিশীথের আঁধার ভেদি ফুটিয়ে স্বর্ণকমল
আসবে সুদিন দেশ হাসবে ঝলমল।
পূর্ব দিগন্তে উঠবে রক্তিম রবি
গ্লানি ভুলে আঁকবে লাল সবুজের ছবি।
বেদনার রং মুছে দক্ষিণা মলয় বইবে
নিশীথের আঁধার ভেদি ফুটিয়ে স্বর্ণকমল
আসবে সুদিন দেশ হাসবে ঝলমল।
___ নিশ্চয়ই আমাদের স্বপ্ন পূরণ হবে। শুভেচ্ছা কবি এম. হুমায়ূন কবির।
অজস্র ধন্যবাদ ও শুভকামনা প্রিয় মুরুব্বি
মনোমুগ্ধকর কাব্যিক উপস্থাপন।
আন্তরিক ধন্যবাদ